এয়ারটেল ইন্টারনেট অফার। Airtel MB কেনার কোড।

বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় সিম অপারেটর হচ্ছে এয়ারটেল। জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হচ্ছে এয়ারটেল সিম কোম্পানি খুব অল্প দামে ভালো ভালো ইন্টারনেট অফার দিয়ে থাকে। এয়ারটেল সিম ব্যবহারকারীরা সব সময় এই অফার গুলো উপভোগ করে থাকে।

আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এয়ারটেল ইন্টারনেট অফার সম্পর্কে জানেনা। অনেক বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করে থাকে এয়ারটেল ইন্টারনেট প্যাক কিভাবে কিনতে হয়? এয়ারটেল ইন্টারনেট প্যাক কিভাবে কিনতে হয় এটা জানার জন্য অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকে। তাদের জন্যই মূলত আজকের আমাদের এই পোস্টটি লেখা।

এই পোস্ট এর মধ্যে আপনারা জানতে পারবেন এয়ারটেল সিমের সকল অফার এর বিস্তারিত। তাহলে চলুন দেখে নেই এয়ারটেল তাদের নতুন ইন্টারনেট প্যাক কি কি দিয়েছে।

এয়ারটেল ইন্টারনেট অফার দেখার নিয়ম

প্রত্যেক এয়ারটেল সিম ব্যবহারকারীরা ৩ টি উপায়ে এয়ারটেল সিমের অফারগুলো চেক করতে পারবেন :

  • সরাসরি কোড ডায়াল করে।
  •  নিজস্ব ওয়েবসাইট থেকে।
  • এয়ারটেল এর নিজস্ব অ্যাপস থেকে।

সরাসরি কোড ডায়াল করে:

এয়ারটেল গ্রাহকরা নিজের মোবাইল থেকে এয়ারটেলের সমস্ত অফার দেখতে পারবেন। যে মোবাইল দিয়ে এয়ারটেল ইন্টারনেট অফার দেখতে চান সে মোবাইলে অবশ্যই এয়ারটেল অপারেটরের সিমটি চালু রাখতে হবে। তারপর *১২১# ডায়াল করে আপনার অপারেটর এর সকল ইন্টারনেট অফার দেখতে পারবেন।

এয়ারটেল নিজস্ব ওয়েবসাইটে:

এয়ারটেল সিম কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার অপারেটরের সকল ইন্টারনেট অফার গুলো দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি এয়ারটেল সিম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিলাম।

এখানে ক্লিক করে airtel এর ওয়েবসাইট থেকে ইন্টারনেট অফার গুলো দেখতে পারবেন খুব সহজেই। https://www.bd.airtel.com/en

এয়ারটেল নিজস্ব অ্যাপসে:

আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি স্মার্টফোন আছে। এয়ারটেল ইন্টারনেট অফার চেক করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে My airtel অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। অ্যাপসটি  ইনস্টল হয়ে গেলে আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে খুব সহজেই এয়ারটেল ইন্টারনেট অফার গুলো দেখতে পারবেন অ্যাপসটির মাধ্যমে।

এয়ারটেল ইন্টারনেট অফার

এয়ারটেল ইন্টারনেট অফার গুলো উপভোগ করতে চাইলে আপনারা সরাসরি এয়ারটেল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। তাছাড়া এয়ারটেল অ্যাপস থেকে কিনতে পারবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে রিচার্জ অথবা ডায়াল কোড ব্যবহার করে ইন্টারনেট অফার গুলো উপভোগ করতে পারবেন।

৩.৫ জিবি ইন্টারনেট

Airtel আপনার জন্য এই অফারটি ৭ দিন চালিয়ে যাবে। মাত্র ১০৪ টাকার রিচার্জে আপনি ৩.৫ জিবি ইন্টারনেট পাবেন। এয়ারটেল প্রিপেইড গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। আপনি যতবার খুশি এই অফারটি কিনতে পারবেন। আপনি সমস্ত 2G/3G/4G নেটওয়ার্কে এই অফারটি ব্যবহার করতে পারেন।

৭ জিবি ইন্টারনেট

আপনি যদি ৭ দিনের বেশি ইন্টারনেট অফার উপভোগ করতে চান তবে এই অফারটি আপনার জন্য। কারণ এই অফারে আপনি মাত্র ১৭৯ টাকার রিচার্জে ৭ জিবি ইন্টারনেট পাবেন এবং এর মেয়াদ থাকবে ১০ দিন। এই অফারটি ১০ দিনের সেরা অফার বলে গণ্য। ১০ দওনের মধ্যে যদি ইন্টারনেট শেষ করতে না পারেন। তাহলে ৭ জিবির এই অফারটি আবারো কিনে আপনার ইন্টারনেটের মেয়াদ বাড়িয়ে নিতে পাড়েন।

২ GB ইন্টারনেট রিচার্জ

আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য স্বল্পমেয়াদী ইন্টারনেট অফার খুঁজছেন, এটি আপনার জন্য। কারণ Airtel ৭ দিনের জন্য ২ GB ইন্টারনেট অফার দিয়েছে। ৮৯ টাকা রিচার্জ করলেই আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন।

৩০ GB ইন্টারনেট

এয়ারটেল গ্রাহকদের জন্য এয়ারটেল ১ মাস নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। কারণ এয়ারটেলের অনেক গ্রাহক আছেন যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাই তাদের জন্য এই অফার দেওয়া হয়েছে। ৯৯৮ টাকা রিচার্জে ১৩৫ টাকা ক্যাশব্যাক এবং ৩০GB ইন্টারনেট পাচ্চেন এই অফারে। আপনি যদি রিচার্জ করতে না চান তবে কোড ডায়াল করে অফারটি কিনতে পারেন। কোড হল – *123*998#

এয়ারটেল ইন্টারনেট  অফার ২০২৩

এয়ারটেল সিম কোম্পানি তাদের আগের সমস্ত ইন্টারনেট অফার নতুন বছরের আপডেট করে দিয়েছে। আপডেট হওয়ার সাথে সাথেই আমরা সকল আপডেট অফার গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা এয়ারটেল সিমে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করে থাকেন আমাদের এই তালিকা থেকে আপনার উপযুক্ত অফারটি পছন্দ করে নিতে পারবেন।

ডেটা ভলিউম – মূল্য

মেয়াদ

বৈধতা

500MB – 29 টাকা

*123*025#

3 দিন

1GB 4G – 22 টাকা

*123*022#

3 দিন

1.5 জিবি – 38 টাকা

*123*038#

3 দিন

1.5GB – 89 টাকা

*123*089#

7 দিন

1.5GB + 50 মিনিট – 98 টাকা

*123*098#

7 দিন

2GB – 44 টাকা

*123*044#

3 দিন

2GB – 59 টাকা

*123*059#

5 দিন

3GB – 104 টাকা

*123*104#

7 দিন

3GB – 54 টাকা

*123*054#

3 দিন

5GB – 129 টাকা

*123*129#

7 দিন

5GB – 159 টাকা

*123*159#

10 দিন

7GB – 179 টাকা

*123*179#

10 দিন

10GB – 101 টাকা

*123*101#

5 দিন

10GB – 149 টাকা

*123*0199#

7 দিন

এয়ারটেল এমবি প্যাকেজ

এয়ারটেল ইন্টারনেট মাসিক প্যাকেজে সমস্ত মাসিক এয়ারটেল ইন্টারনেট প্যাক এবং সাপ্তাহিক এয়ারটেল ইন্টারনেট প্যাক অন্তর্ভুক্ত রয়েছে। আপনি এখন নীচের ইন্টারনেট অফার তালিকা থেকে খুব সহজেই আপনার নিখুঁত এয়ারটেল ইন্টারনেট অফার চয়ন করতে পারেন:

ডেটা ভলিউম – মূল্য

অ্যাক্টিভেশন কোড

মেয়াদ

1GB (FB + Ins)- 12 টাকা

*123*012#

30 দিন

1GB (PUBG)- 33 টাকা

*123*033#

30 দিন

2GB – 229 টাকা

*123*229#

30 দিন

7GB – 498 টাকা

*123*498#

30 দিন

10GB + 500 মিনিট – টাকা 648

*123*648#

45 দিন

10GB – 399 টাকা

*123*052#

28 দিন

20GB – 599 টাকা

*123*053#

28 দিন

30GB – 998 টাকা

*123*998#

30 দিন

৯৯৮ টাকায় ৬০ জিবি ইন্টারনেট অফার

আপনি এক মাস মেয়াদের বড় ধরনের ইন্টারনেট অফার কিনতে চাইলে এই অফারটি কিনতে পারেন। আপনার যদি মাসে অনেক বেশি এমবি খরচ করার প্রয়োজন পড়ে তাহলে এই এক মাস মেয়াদের অফারটা কিনতে পারেন।

৯৯৮ টাকা রিচার্জে অথবা *123*998# ডায়াল করে এই অফারটি কিনতে পারেন। এই অফারের জিবি গুলোর মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। এই অফারটির ইন্টারনেট জিবি গুলো 2জি, 3জি ও 4জি যেকোনো মোবাইল হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে। এয়ারটেল এমবি চেক করতে ডায়াল করতে হবে *3#

বন্ধুরা আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে ? পোস্টটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাতে এই পোষ্টের মাধ্যমে তারাও এয়ারটেল সিমের ইন্টারনেট অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারে। পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের নিত্য নতুন পোস্ট লিখতে উৎসাহিত করে।

Leave a Comment