এয়ারটেল বাংলাদেশের অন্যতম সফল মোবাইল সিম অপারেটর কোম্পানি। আজ আমরা বিস্তারিত জানবো এয়ারটেলের এই সকল এসএমএস অফার। এয়ারটেল মোবাইল গ্রাহকরা এসএমএস প্যাকেজ কিনে যেকোনো নম্বরে এসএমএস পাঠাতে পারেন। এয়ারটেল নিয়মিতভাবে তার গ্রাহকদের এসএমএস প্যাকেজে আকর্ষণীয় অফার দিয়ে থাকে।
এয়ারটেল এসএমএস অফার টা তাদের জন্য খুবই প্রয়োজনীয়, যারা প্রতিদিন অনেক বেশি পরিমাণে এসএমএস ব্যবহার করে থাকে। কম টাকায় এয়ারটেল কিছু বান্ডেল অফার দিয়ে থাকলেও এতে মেয়াদ কম থেকে যায়। তবে এয়ারটেলের কিছু এয়ারটেল এসএমএস প্যাক আছে যেগুলো খুব ভালো।
আপনি চাইলেই এয়ারটেল এসএমএস কেনার কোড দিয়ে এসএমএস প্যাক গুলো একটিভ করে নিতে পারবেন যা ব্যবহার করতে পারবেন পুরো মাস জুড়ে। তাহলে চলুন দেখে নেই এয়ারটেলের কিছু এসএমএস প্যাক এর লিস্ট।
এয়ারটেল ০২ টাকায় ৪০ এসএমএস অফার
এয়ারটেলে অল্প সময়ের এস এম এস কেনার কোড নিয়ে যদি জানতে চান তাহলে বলব আপনি সঠিক জায়গায় আসছেন। এয়ারটেল এসএমএস প্যাক গুলোর মধ্যে একটা হচ্ছে ২ টাকায় ৪০ এসএমএস। যদি আপনি এয়ারটেল সিমে ছোট এসএমএস প্যাক কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই এই অফার কিনতে চাইবেন।
এই অফার কেনার জন্য প্রয়োজনীয় কোড হচ্ছে *321*200# । এয়ারটেল ২ টাকায় ৪০ এসএমএস প্যাক অফারের মেয়াদ হচ্ছে ১২ ঘন্টা পর্যন্ত। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবে *778*8#
SMS | Price | Valitidy | Activation Code |
---|---|---|---|
40 SMS | BDT 2 | 12 Hour | *321*200# |
এয়ারটেল ৫ টাকায় ১৫০ এসএমএস অফার
যাদের মাঝে মাঝে অল্প এসএমএস কেনার দরকার পরে। তাদের দিক বিবেচনা করে এয়ারটেল সিম ১৫০ এসএমএস ৫ টাকায় অফারটি দিয়ে থাকে। যদি আপনার খুবই অল্প এসএমএস কেনার প্রয়োজন হয় তাহলে এই অফারটা কিনতে পারেন।
এই এসএমএস অফারটি কেনার জন্য আপনাকে ডায়াল করতে হবে *321*500#. এসএমএস অফারটির মেয়াদ থাকবে মাত্র একদিন। এয়ারটেল থেকে যেকোনো সিম অপারেটরে এই এসএমএসগুলো ব্যবহার করতে পারবেন। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করতে হবে *778*8#.
SMS | Price | Valitidy | Activation Code |
---|---|---|---|
150 SMS | BDT 5 | 1 Day | *321*500# |
১৫ টাকায় ৮০০ এয়ারটেল এসএমএস কেনার কোড
এই অফারটি এয়ারটেল সিমের, তিন দিনের জন্য একটি জনপ্রিয় এসএমএস অফার। এই এয়ারটেল এসএমএস অফারটি কিছুটা রবি এসএমএস অফারের মতো।
আপনি *321*150# ডায়াল করে ১৫ টাকায় ৮০০ টি এয়ারটেল এসএমএস কিনতে পারেন। এই এয়ারটেল এসএমএস অফারটি ৩ দিনের মেয়াদ থাকবে। এয়ারটেলের এই এসএমএসগুলো যেকোনো অপারেটর ব্যবহার করতে পারে। এয়ারটেল এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*8#
SMS | Price | Valitidy | Activation Code |
---|---|---|---|
800 SMS | BDT 15 | 3 Days | *321*150# |
২৫ টাকায় ১৫০০ এয়ারটেল এসএমএস প্যাক
আপনারা যারা একমাসব্যাপী এসএমএস প্যাক ব্যবহার করে থাকেন অর্থাৎ ৩০ দিন মেয়াদে এয়ারটেল খুবই ভাল একটি এসএমএস অফার প্রোভাইড করে থাকছে। যাদের প্রতিদিনই এসএমএস করার দরকার পড়ে তারা এই এসএমএস অফার টি কিনতে পারেন।
২৫ টাকায় ১৫০০ এসএমএস কিনতে আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে *321*1500# । এয়ারটেলের এই এসএমএস অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন পর্যন্ত। যে কোন সিম অপারেটরের সাথে এই এসএমএস গুলো ব্যবহার করে আপনি মেসেজ করতে পারবেন। এয়ারটেলের এই এসএমএস অফার এর অবশিষ্ট এসএমএস চেক করতে আপনাকে ডায়াল করতে হবে *778*8# ।
SMS | Price | Valitidy | Activation Code |
---|---|---|---|
1500 SMS | BDT 25 | 30 Days | *321*1500# |
এয়ারটেল এসএমএস প্যাকেজ
বর্তমান যুগে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে থাকি। যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, তার মধ্যে অন্যতম একটি যোগাযোগ মাধ্যম হচ্ছে এসএমএস। এসএমএস এর মাধ্যমে আমরা বন্ধুবান্ধবদের সাথে খুব সহজেই কথোপকথন আদান-প্রদান করতে পারি।
আমাদের এয়ারটেল সিমও কিন্তু এসএমএস অফার রয়েছে । আমাদের কাছে আমাদের অনেক পাঠক বৃন্দ এয়ারটেল এসএমএস প্যাক সম্পর্কে জানতে চাচ্ছেন। আর সেজন্য আমরা আমাদের আজকের এই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আমরা আমাদের আজকের এই পোস্টটি আপনাদের মাঝে এয়ারটেল এসএমএস প্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো।
আমরা এখানে বেশ কিছু এয়ারটেল এসএমএস প্যাক দিয়ে দেবো । যেগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন। আমাদের এয়ারটেল এসএমএস প্যাক গুলো আপনাদের অনেক কাজে লাগবে নিচেই বেশকিছু এয়ারটেল এসএমএস প্যাক দিয়ে দেওয়া হল ।
মূল্য | এস এম এস | এক্টিভেটেড কোড | মেয়াদ | |
৫ টাকা | ১৫০ এসএমএস | *321*500#. | ২৪ ঘণ্টা | |
১৫ টাকা | ৮০০ এসএমএস | *321*150# | ৩ দিন | |
১২ টাকা | ১০০০ এসএমএস | *321*1000# | ৩ দিন | |
২৫ টাকা | ১৫০০ এসএমএস | *321*1500# | ৩০ দিন | |
৩৭ টাকা | ৩০০০ এসএমএস | *321*3700# | ৬ দিন | |
৪৭ টাকা | ৪০০০ এসএমএস | *321*4700# | ৬ দিন |
এয়ারটেল এসএমএস প্যাকেজ কেনার নিয়ম
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সিমে এসএমএস কিনে থাকি। সব সিমে এসএমএস অ্যাক্টিভেশন করার কোড একরকম না থাকায় এসএমএস কেনার সময় আমাদেরকে একটু ঝামেলা পোহাতে হয়। আমরা অনেকেই জানিনা কিভাবে এসএমএস কিনতে হয়।
সেই সকল বন্ধুদের জন্য আজকে আমাদের এই পোস্ট, কিভাবে এয়ারটেল সিমের এসএমএস ব্যাক এক্টিভেশন করতে হয়। এসএমএস কেনার জন্য নির্দিষ্ট পরিমাণে একটিভ কোড প্রয়োজন হয়। আর সেটা থাকে এসএমএস অফারের সাথে দেওয়া।
আপনারা যে অফারটা কিনতে যাবেন শুধু সেই অফারটির এসএমএস কোড ডায়াল করলেই আপনাদের ফোনে যদি সেই পরিমাণ টাকা থাকে তাহলে আপনারা ওই এসএমএস প্যাক টি সাথে সাথে পেয়ে যাবেন। আমাদের পোস্টের উপরে দেখুন আমরা বেশ কিছু এসএমএস অফার দিয়ে দিয়েছি এবং তার সাথে এক্টিভেশন কোড ও দিয়ে দিয়েছি, ডায়াল করলেই সাথে সাথে আপনারা এসএমএস কিনতে পারবেন।
বন্ধুরা আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে ? পোস্টটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাতে এই পোষ্টের মাধ্যমে তারাও এয়ারটেল সিমের এসএমএস অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারে। পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট দেখতে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের নিত্য নতুন পোস্ট লিখতে উৎসাহিত করে।