বাংলালিংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর। বর্তমান সময়ে লক্ষ লক্ষ ইউজার বাংলালিংকের ডেটা, মিনিট এবং এসএমএস প্ল্যান ব্যাবহার করছে। আপনি যদি একজন বাংলালিংক সিম ইউজার হয়ে থাকেন এবং জানতে চান কিভাবে বাংলালিংক মিনিট অথবা ডেটা ব্যালেন্স চেক করতে হয়। তাহলে আজকের এই Banglalink balance check সম্পর্কিত লেখাটি আপনার খুবই কাজে আসবে।
বাংলালিংক তাদের গ্রাহকদের মেন ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স এবং ডেটা ব্যালেন্স তথ্য চেক করার জন্য বেশ কয়েকটি সহজ পদ্ধতি দিয়েছে। কিন্তু এই পদ্ধতিগুলি না জানার কারণে নতুন গ্রাহকরা প্রায়ই তাদের বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে গিয়ে সমস্যায় পরেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার সঠিক নিয়ম গুলি জানবেন।
আপনি যদি আপনার বাংলালিংক মেইন ব্যালেন্স চেক করে না রাখেন তাহলে বিভিন্ন সময় ফোনে জরুরি কথা বলার সময় টাকা বা মিনিট ব্যালেন্স শেষ হয়ে ফোন কেটে যেতে পারে যেটা খুবই বিরক্তিকর হবে।
বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড জেনে নেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কারন যেকোন সময় নেট ব্রাউজিং করা অবস্থায় ইন্টারনেট শেষ হয়ে গিয়ে আপনার বাংলালিংক সিমের মেইন ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু করতে পারে। এজন্য বাংলালিংক ইন্টারনেট ব্যলেন্স চেক কোড আগে থেকে জানা থাকলে এই সমস্যায় পরতে হবে না।
Banglalink Balance Check করার পদ্ধতি
বাংলালিংক সিমে সাধারণত ২ উপায় ব্যালেন্স চেক করা যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে কোড ডায়াল করে এবং দ্বিতীয়টি হচ্ছে My BL অ্যাপস এর মাধ্যমে।
My BL অ্যাপস মাধ্যমে ব্যালেন্স চেক করার নিয়ম
My Banglalink অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে হলে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে My BL এল অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে। তারপর আপনার বাংলালিংক নাম্বার দ্বারা My BL অ্যাপটি সাইন আপ করে নিতে হবে। MyBL অ্যাপে সফলভাবে লগইন হলেই এর হোম পেজে আপনি আপনার বাংলালিংক সিমের সমস্ত ব্যালেন্স তথ্য দেখতে পাবেন।
Note: এই পদ্ধতিতে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার সময় আপনার স্মার্ট ফোনে ইন্টারনেট চালু রাখতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে আপনার কাছে যদি ইন্টারনেট অথবা স্মার্টফোন না থেকে থাকে তাহলে আপনি USSD কোড ডায়াল করে আপনার সিমের ব্যালেন্স জেনে নিতে পারবেন। বাংলালিংক ব্যালেন্স চেক USSD কোডগুলি নিচে দেওয়া হলো।
Banglalink Balance Check করার কোড
Banglalink Balance Check | *124# |
Banglalink Mb Check | *5000*500# |
Banglalink Minute Check | *121*100# |
Banglalink SMS Check | *121*100# |
বাংলালিংক ব্যালেন্স চেক কোড
আপনি কোড দিয়ে সহজেই বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারবেন। প্রথমেই আমি বাংলালিংক মেইন ব্যালেন্সে কত টাকা আছে তা চেক করার জন্য কোডটি বলব। আপনি বাংলালিংক মেইন ব্যালেন্স চেক কোড থেকে আপনার বাংলালিংক ব্যালেন্স এর মেয়াদ কত দিন আছে সেটাও দেখতে পারবেন।
বাংলালিংক ব্যালেন্স চেক কোড হল *124# আপনার কত ব্যালেন্স আছে এবং আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স এর মেয়াদ কত দিন আছে সেটাও জানতে পারবেন।
বাংলালিংক মিনিট চেক
বাংলালিংক মিনিট ব্যালেন্স চেক করার কোড টি জেনে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি কয়েক দিন আগে ৬০ মিনিট কিনেছেন। কিন্তু এখন কত মিনিট বাকি আছে সেটা জানেন না। আপনার ফোনে কত মিনিট আছে সেটা না জেনেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় কল করেছেন।
হঠাৎ আপনার মিনিট ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ কলটি কেটে গেল, যেটা খুবই বিরক্তিকর একটি বিষয়। আবার মিনিট কেনার পর এই মিনিটের মেয়াদ কত দিন আছে সেটা জেনে রাখা খুবই জরুরি। তাই আপনার বাংলালিংক সিমে কত মিনিট অবশিষ্ট আছে সেটি অবশ্যই জেনে রাখবেন।
বাংলালিংক মিনিট চেক কোড হলো *১২৪*১০০# আপনি সহজেই *১২৪*১০০# ডায়াল করে বাংলালিংক মিনিট চেককরে কত মিনিট রয়েছে ও কতদিন মেয়াদ আছে জেনে নিতে পারবেন।
বাংলালিংক এমবি চেক
বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার চেক করার কোড জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলালিং সিমে এমবি অর্থাৎ ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে মেন ব্যালেন্স থেকে টাকা কাটা শুরু করে ।
মনে করুন আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন, হঠাৎ করে ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেছে অর্থাৎ এমবি শেষ হয়ে গেছে কিন্তু এটা আপনি জানেন না। বা টের পাওয়ার আগেই ব্যালেন্স থেকে ভালো পরিমাণ টাকা কেটে নিয়েছে।
এই কারনে আগে থেকেই বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড জেনে রাখা জরুরি। বাংলালিংক এমবি চেক কোড *৫০০০*৫০০# বাংলালিংক এমবি দেখার নিয়ম হলো আপনার ডায়াল অ্যাপে প্রবেশ করে *৫০০০*৫০০# ডায়াল করা। *৫০০০*৫০০# খুব সহজেই আপনার বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স মেয়াদ চেক করতে পারবেন খুব সহজেই।
বাংলালিংক এসএমএস চেক কোড
আপনার বাংলালিংক সিমে এসএমএস ব্যালেন্স কত আছে । বা অবশিষ্টকয়টি এসএমএস আছে সেটা না জেনেই যদি কারো সাথে ম্যাসেজে কথা বলেন বা কথোপকথন করতে যান এবং তখন যদি আপনার এসএমএস শেষ হয়ে যায়। এর পরবর্তী এসএমএস করলে আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে।
সেই জন্য আগে থেকেই বাংলালিংক এসএমএস ব্যালেন্স চেক করার কোডটি জেনে রাখা উচিত। বাংলালিংক এসএমএস চেক কোড হলো *১২৪*১০০#
আপনার বাংলালিংক সিমে এস এম এসের মেয়াদ কত দিন আছে এবং কত গুলো এস এম এস আছে সেটা সহজেই *১২৪*১০০# ডায়াল করে জেনে নিতে পারবেন।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড
আমাদের ফোনের মেইন ব্যালেন্স শেষ হয়ে গেলে বাংলালিংক সিম ইমার্জেন্সি লোন দিয়ে থাকে। সেই ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড রয়েছে।
বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড হলো *৮৭৪*০# ইমার্জেন্সি ব্যালেন্সের মেয়াদ এবং কতটাকা বাকি আছে সেটা *৮৭৪*০# ডায়াল করার মাধ্যমে সহজেই জানতে পারবেন।
বন্ধুরা বাংলালিংক সিমের ব্যালেন্স চেক, ইন্টারনেট ব্যালেন্স চেক এবং এসএমএস ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখলেন ।এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন ।
পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নিত্যনতুন লিখতে উৎসাহিত করে।