রবি এসএমএস কেনার কোড [রবির নতুন এসএমএস অফার]

আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে এসএমএস করার জন্য কোন সিম ভাল হবে তাহলে আমি প্রথমেই বলব রবি সিম এর কথা। কারণ সবচেয়ে কম দামে সবার থেকে বেশি মেয়াদে এসএমএস এর অফার গুলো রবি সিম কোম্পানি দিয়ে থাকে। এক সময় গ্রামীন সিম ও বাংলালিংক সিম কোম্পানি অনেক ভাল ভাল অফার দিয়ে থাকতো।

কিন্তু বর্তমান সময়ে তাদের থেকে ভালো অফার প্রোভাইড করে রবি সিম কোম্পানি। সবথেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে রবি সিম এর এস এম এস সার্ভিস গুলো। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা রবি সিমের এসএমএস সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পারবে ন।

কিভাবে রবি সিমের এসএমএস কিনতে হয়। কিভাবে এসএমএস অফার চেক করতে হয়। কত টাকায় কত এসএমএস কিনতে পারবেন এবং কত টাকা রিচার্জের মাধ্যমে এসএমএস অফার চালু হবে। সেগুলো বিষয়ে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। মনোযোগ দিয়ে পুরো আর্টিকেলটি পড়ুন তাহলে সবকিছু খুব সহজেই বুঝে যাবেন।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সিম কোম্পানি অপারেটর। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মোবাইল সেবা দিয়ে আসছে। এছাড়াও, বর্তমানে এয়ারটেল সিম কোম্পানিকে কিনে নেয়ায় এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। রবির বর্তমানে সাত কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।

এত বিপুল সংখ্যক গ্রাহককে রবি বিভিন্ন সুবিধা প্রদান করে। এরকম একটি সুযোগ হল রবি খুব সস্তায় এসএমএস অফার দিয়ে থাকে। আজকের নিবন্ধে আমরা রবির সকল এসএমএস প্যাকেজ নিয়ে আলোচনা করব।

রবি এসএমএস কেনার কোড

রবি সিম কোম্পানি তার গ্রাহকদের জন্য খুব কম দামে এসএমএস প্যাক সরবরাহ করে থাকে। রবি সিমে ৫ টাকা ১০  টাকা এবং ২০ টাকায় ১০০, ২০০ এবং ৫০০ এসএমএস কেনার সুযোগ সুবিধা আছে। এই এসএমএস এর প্যাকেজ গুলো আপনারা কিভাবে একটিভ করবেন সেই সকল বিষয়ে আজকে আমরা আমাদের এই পোস্ট এর মাধ্যমে আলোচনা করব।

আপনি যদি রবি সিমে এসএমএস প্যাকেজ কেনার কথা ভেবে থাকেন তাহলে আমাদের এই পোস্টে আপনি এসএমএস প্যাক কেনার সবগুলো কোড পেয়ে যাবেন।

রবিতে ১৫ টাকায় ২৫০ এসএমএস কেনার কোড

  • মেয়াদ 7 Day
  • এক্টিভেশন কোড *121*6*5*1*1#
  • যাদের এক সপ্তার জন্য এসএমএস দরকার হয় তারা ১৫ টাকা দিয়ে ২৫০ এসএমএস এই প্যাকেজটি একটিভ করে নিতে পারেন।

রবি এসএমএস অফার

আপনি যদি রবি এসএমএস প্যাক কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে রবি এসএমএস প্যাক কোড জানতে হবে। রবি এসএমএস সবার জন্যে অনেক প্রয়োজনীয়। তাই অনেকেই ফ্রি এসএমএস অফার এবং রবি ফ্রি এসএমএস লিখে অনুসন্ধান করে। তাই আমরা আপনাদের সুবিধার্থে রবি সিমের সকল এসএমএস এর অফার, এসএমএস কেনার ডায়াল কোড নিচে দিয়ে দিচ্ছি। যাতে করে আপনারা উপকৃত হতে পারেন।

SMS Price Valitidy Activation Code
40 SMS 03 Tk 01 DAY *8666*40#
100 SMS 10 Tk 01 DAY *8666*100#
200 SMS 05 Tk 01 DAY *123*6*5*5#
500 SMS 10 Tk 02 DAY *123*6*5*7#
100 SMS 10 Tk 02 DAY *8666*5555#
200 SMS 10 Tk 02 DAY *123*6*5*6#
250 SMS 15 Tk 07 DAY *8666*07#
500 SMS 10 Tk 07 DAY *123*2*7*2#
500 SMS 6.09 Tk 01 DAY *১২৩*২২৩#
1000 SMS 173.91 Tk 28 DAY *8666*2000#
1000 SMS 10 Tk 03 DAY *123*6*5*8#
1500 SMS 20 Tk 30 DAY *123*2*7*3#
2000 SMS 130.43 Tk 28 DAY *8666*1500#
SMS Tk DAY

রবি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এসএমএস প্যাকেজ কেনার নিয়ম

বন্ধুরা রবি সিমে এসএমএস কেনার ডায়াল কোড ব্যবহার করে এসএমএস কেনার থেকে, রবির অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এসএমএস কিনলে আপনি সর্বশেষ আপডেট এসএমএস অফার গুলো দেখতে পাবেন। নিচের দেখানো স্টেপগুলো ফলো করলে রবি অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে এসএমএস বান্ডেল প্যাকেজ গুলো কিনতে পারবেন।

Step1: রবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএমএস প্যাক কিনতে এখানে ক্লিক করুন । দেখতে পাবেন রবির অফিশিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে গেছে। তারপর উপরে ডানপাশে করে দেখুন সার্চ বক্স আছে।

Robi SMS Pack

Step2: সার্চ বক্সে আপনি এসএমএস লিখলেই আপনার সামনে একাধিক নতুন ও আপডেট হওয়া এসএমএস এর অফার গুলো চলে আসবে। এখান থেকে আপনার পছন্দমত রবি এসএমএস অফার টি তে ক্লিক করে অফারটি কিনতে পারবেন।

Robi SMS Pack

Step3: আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে, ইন্টার মোবাইল নাম্বার (Enter mobile number) বক্সটিতে আপনার নাম্বারটি দেয়ার মাধ্যমে সহজেই এসএমএসের অফারটি উপভোগ করতে পারবেন। এছাড়াও রবি তাদের গ্রাহকদের সুবিধার জন্য রবিতে এসএমএস কেনার কোড দিয়ে রেখেছেন।

রবি এসএমএস অফার

মাই রবি অ্যাপ থেকে রবি এসএমএস কেনার পদ্ধতি

বর্তমান যুগে কমবেশি সকলের হাতে স্মার্টফোন দেখা যায়। আমরা সকলে স্মার্ট ফোন ব্যবহার করি, স্মার্ট ফোনদ্বারা মাই রবি অ্যাপস এর মাধ্যমে আপনি এসএমএস কিনতে পারবেন খুব সহজে। মাই রবি অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, এসএমএস বান্ডেল প্যাক আকারে কিনতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে রবি অ্যাপস এর মাধ্যমে মিনিট ইন্টার্নেট, এসএমএস বান্ডেল প্যাক আকারে তৈরি করে নিতে পারবেন আপনার ইচ্ছে মত চেক করার সুযোগ তো থাকছেই। এই পদ্ধতিতে আপনি রবিতে এসএমএস কেনার কোড ছাড়াও নিজেই নিজের জন্য একটি রবি এসএমএস প্যাক তৈরি করে কিনতে পারবেন।

 রবি এসএমএস চেক কোড

রবিতে এসএমএস কেনার কোড সম্পর্কে বিস্তারিত জানার পর আপনি অবশ্যই  আমাকে প্রশ্ন করতে পারেন। যে রবিতে এসএমএস কেনার পর আমি আমার রবি অবশিষ্ট এসএমএসগুলো কিভাবে চেক করতে পারি?

আপনার ব্যবহার করা রবি এসএমএস অফার প্যাকেজ অবশিষ্ট এসএমএস এর মেয়াদ সম্পর্কে জানতে আপনাকে এসএমএস চেক করার জন্য কোড ডায়াল করতে হবে অথবা মাই রবি অ্যাপ লগইন করে ড্যাশবোর্ড থেকে চেক করতে হবে আপনার এসএমএস এর অবশিষ্ট আর কতগুলো এসএমএস আছে।

রবিতে এসএমএস সম্পর্কে জানতে রবি এসএমএস চেক কোড হচ্ছে- *২২২*১১# 

আশা করি আমার এই পোস্ট এর মাদ্ধমে আপনারা রবি সিমে এসএমএস কেনার কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। রবি এসএমএস অফার, রবি এসএমএস কেনার কোড, রবির নতুন এসএমএস অফার, রবি বান্ডেল অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারছেন।

রবি সিমে এসএমএস কিনতে অথবা রবি সিমের এসএমএস চেক করার ডায়াল কোড গুলো বুঝতে যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরো কোন কোন বিষয়ে পোস্ট দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নিত্য নতুন বিষয় নিয়ে পোষ্ট লিখতে উৎসাহিত করে। আমাদের আজকের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment